ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যাচ্ছেন না সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যাচ্ছেন না সিদ্দিকুর ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

এশিয়ান ট্যুর টুর্নামেন্টের মিয়ানমার ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় গলফার সিদ্দিকুর রহমান। রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে এই গলফ টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ইয়াংগুনে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে।

সিদ্দিকুরের মতে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের যেভাবে বিতাড়িত করা হয়েছে সেটি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

‘রোহিঙ্গা ইস্যুতে যে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে তার পক্ষে মিয়ানমারে এ টুর্নামেন্টে অংশ নেয়া সম্ভব নয়। ’

এশিয়ান ট্যুর টুর্নামেন্টের ওয়েবসাইট থেকে জানা যায়, এ টুর্নামেন্টের প্রাইজমানি সাড়ে সাত লাখ ডলার।

বর্তমান পরিস্থিতিতে মিয়ানমার ভ্রমণের ক্ষেত্রে তার ভয় এবং অস্বস্তি কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

মিয়ানমার ওপেন টুর্নামেন্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫৬ গলফার অংশ নিচ্ছে।

গলফার সিদ্দিকুর বলেন, টুর্নামেন্টে অংশ না নেয়ার বিষয়টি তিনি একমাস আগে আয়োজকদের জানিয়ে দিয়েছেন।

২০১০ সালে সিদ্দিকুর রহমান প্রথম বাংলাদেশি গলফার হিসেবে এশিয়ান ট্যুর-এ অংশগ্রহণের সুযোগ পান। তিনি ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়া গলফ টুর্নামেন্ট শিরোপা লাভ করেন।

২০১৬ সালে রিও অলিম্পিক গেমসেও অংশ নিয়েছেন বাংলাদেশি এই গলফার।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।