ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফরিদপুরে বিকেএসপির খেলোয়াড় বাছাই ৬ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
ফরিদপুরে বিকেএসপির খেলোয়াড় বাছাই ৬ মার্চ

ফরিদপুর: ফরিদপুরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের পরীক্ষা আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে। 

এদিন সকাল ৮টা থেকে শেখ জামাল স্টেডিয়ামে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
১৭টি খেলায় বিকেএসপি’র জন্য খেলোয়াড় বাছাই করা হবে।

ক্রিকেট, ফুটবল, হকি, আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, জিমন্যাস্টিক্স, জুডো, কারাতে, সাঁতার, শুটিং, টেবিলটেনিস, তায়কোয়ানডো, টেনিস, ভলিবল ও উশু খেলায় ৮ থেকে ১৪ বছর বয়সের ছেলেমেয়েদের বাছাই করা হবে।
 
আগ্রহী খেলোয়াড়রা আগামী ৬ মার্চ যথাসময়ে স্টেডিয়ামে উপস্থিত হয়ে বাছাই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
 
বাছাইয়ের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে এর প্রিন্ট কপি, ক্রীড়া সামগ্রী, পিএসসি সার্টিফিকেটের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসতে হবে। একজন খেলোয়াড় একাধিক খেলায় বাছাইয়ে অংশ নিতে পারবে। প্রত্যেক খেলার জন্য পৃথক রেজিস্ট্রেশন করতে হবে।
 
বিস্তারিত তথ্যের জন্য বিকেএসপি ও  ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে যোগাযোগ করতে হবে। web: bksp.gov.bd  ফোন: +৮৮-০২-৭৭৮৯২১৫-৬ ও ০১৭১৩২৪৬০৪০
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।