ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ময়মনসিংহে যুব ভারোত্তোলন প্রদর্শনীর পুরস্কার বিতরণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৮
ময়মনসিংহে যুব ভারোত্তোলন প্রদর্শনীর পুরস্কার বিতরণ  অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে প্রশিক্ষণার্থীরা। ছবি: অনিক খান/বাংলানিউজ

ময়মনসিংহ: বাংলাদেশ যুব গেমস থেকে বাছাই করা শতাধিক মেধাবী তরুণ-তরুণীর অংশগ্রহণে ময়মনসিংহে অনুষ্ঠিত জাতীয় যুব ভারোত্তোলন প্রশিক্ষণ, প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়েছে।

সোমবার (০৫ মার্চ) বিকেলে শহরের জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এ পুরস্কার বিতরণ করা হয়।  

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় মাসব্যাপী এ আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

তিনি বলেন, ভারোত্তোলন খেলাকে দেশব্যাপী জনপ্রিয় ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ময়মনসিংহে মাসব্যাপী যে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজন করেছে তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।

‘আমি আশা করবো এখানে যেসব তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে দেশের জন্য সম্মান বয়ে আনবে। ’      

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা অতিথিদের সামনে ভারোত্তোলন প্রর্দশন করেন। এতে অংশ নেন ময়মনসিংহের কৃতি সন্তান জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ বিদ্যুৎ কুমার রায় ও ৭৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান।

এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা, শাহরিয়ার সুলতানা সূচি, ফিরোজা পারভীন, মাবিয়া আক্তার সীমান্ত, ময়না, সাথী, রেশমা, নিশি, ফুলপতি চাকমা, সানজিদা আক্তার আলো, ফিরোজ মাহমুদ ও প্রদীপ চন্দ্র দাস প্রমুখ।

প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন- ফারুক আহমেদ সরকার, শাহরিয়ার সুলতানা সূচি, ফিরোজা পারভীন, আবু সাইদ, ফিরোজ মাহমুদ ও খাইরুজ্জামান সিপার।  

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বিজিবি ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া।  

এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিজিবির ক্রীড়া বোর্ডের পরিচালক লে. কর্নেল মো. নজরুল ইসলাম।

পরে মনোমুগ্ধকর সাংস্কুতিক অনুষ্ঠান ও উপস্থিত দর্শকদের মধ্যে বিতরণ করা কুপন নিয়ে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এএএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।