শনিবার (১৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার তুজলপুর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তুজলপুর কৃষক ক্লাব এ খেলার আয়োজন করে।
দাড়িয়াবান্ধায় স্থানীয় কৃষকরা জ্যেষ্ঠ ও কনিষ্ঠ দলে বিভক্ত হয়ে অংশ নেন। তবে খেলা ড্র হওয়ায় কোনো দলই বিজয় হয়নি।
তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন বাংলানিউজকে জানান, বর্ষবরণের সঙ্গে কৃষকদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও নববর্ষে তাদের নিয়ে কোনো আয়োজন চোখে পড়ে না। তাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরবি/