ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কম্বোডিয়ার জালে বাংলাদেশ যুবাদের ২০ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
কম্বোডিয়ার জালে বাংলাদেশ যুবাদের ২০ গোল ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে যুব অলিম্পিক হকির বাছাইপর্বে উড়ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে গতকাল সিঙ্গাপুরকে ১০-৪ গোলে হারানোর পর কম্বোডিয়ার জালে ২০ গোল দিয়ে উৎসব করেছে লাল-সুবজের তরুণরা।

বাছাইপর্বের ম্যাচগুলোতে প্রতিটি দলে খেলছে পাঁচজন করে। যেখানে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে হারিয়েছে ২০-০ গোলে।

কম্বোডিয়ার বিপক্ষে সর্বোচ্চ সাতটি করেছেন মোহাম্মদ আলম, চারটি রকিবুলের, সারোয়ার শাওন করেছেন তিনটি, দুটি করে করেছেন প্রিন্স সামুন্দো ও মোহাম্মদ উদ্দিন এবং একটি করে গোল করেছেন মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মেহেদী।

আজই গ্রুপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের বাছাইপর্বের সেরা দুই দল ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।