ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে স্বাধীনতা কাপ কাবাডির চূড়ান্ত পর্ব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ৩, ২০১৮
শুরু হচ্ছে স্বাধীনতা কাপ কাবাডির চূড়ান্ত পর্ব ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৪ মে থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে স্বাধীনতা কাপ কাবাডি ২০১৮ এর চূড়ান্ত পর্বের খেলা।

ক ও খ গ্রুপে ভাগ হয়ে দেশের ৮ টি জেলার অংশগ্রহনে চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে। ক দলে অংশ নিচ্ছে দেশের চারটি জেলা।

জেলাগুলো হলো, বগুড়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট। আর খ গ্রুপের জেলাগুলো হলো, কুড়িগ্রাম, বরিশাল, মাদারীপুর ও চট্টগ্রাম জেলা।

তিন দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ৬ মে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (০৩ মে) বাংলাদেশ  অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন সেলস ও মার্কেটিং প্রধান এম এম জসিম উদ্দিন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ফারুক রিজভি।

আর বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষে ছিলেন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত  ডিআইজি হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ০৩ মে, ২০১৮       
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।