ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়পুরহাটে আরচ্যারি প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ শেষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ৬, ২০১৮
জয়পুরহাটে আরচ্যারি প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ শেষ আরচ্যারি প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্তদের সাথে প্রধান অতিথি-ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাট স্টেডিয়ামে শুরু হওয়া তীরন্দাজের খোঁজে ১০ দিনব্যাপী তীর আরচ্যারি প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ শেষ হয়েছে।

রোববার (৫ মে) দুপুরে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ঘোষণা করেন জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান।
 
এ উপলক্ষে স্টেডিয়ামের সভা কক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ত. ম আব্দুল্লাহেল বাকী, আরচ্যারি প্রশিক্ষক মাহমুদুল হাসান রিয়াজ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা লোকমান হোসেন, প্রশিক্ষণার্থী দিশা ও সিফাত।

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘তীর গো ফর গোল্ড প্রজেক্টের’ আওতায় এ প্রশিক্ষণ শিবির শুরু হয় ২৭ এপ্রিল। জেলার ৩৬টি বিদ্যালয় ও বিভিন্ন ক্লাবের প্রায় ২শ’ ছাত্র ছাত্রীর মধ্যে বাছাই করে ২০ জনকে ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এর মধ্যে একজন মেয়ে ও ১ জন ছেলেকে সেরা আরচ্যার হিসেবে বাছাই করা হয়েছে। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ০৬, ২০১৮  
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।