ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেরিনার্সকে হারিয়ে শীর্ষে মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ২৩, ২০১৮
মেরিনার্সকে হারিয়ে শীর্ষে মোহামেডান শোয়েব মিথুন/ ছবি: বাংলানিউজ

ঢাকা:  প্রিমিয়ার ডিভিশন হকিতে মেরিনার ইয়াংসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি লিগে প্রথমবারের মতো মেরিনার্সকে হারাতে পেরেছে মোহামেডান।

আগের ম্যাচে আবাহনীকে ২-১ গোলে প্রথম হারের স্বাদ দিয়েছিল মোহামেডান। টানা ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে তারা।

২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মেরিনার্স এবং এক ম্যাচ কম খেলা আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে মোহামেডানের রাব্বী সালেহীনের রিভার্স হিট লক্ষ্যভ্রষ্ট হলেও পরের মিনিটে গুরজিন্দরকে গোলরক্ষক অসীম গোপ ফাউল করলে পেনাল্টি স্ট্রোক পায় মোহামেডান। তবে অরবিন্দর সিংয়ের সেই স্ট্রোক ফিরিয়ে দেন অসীম।

৩৫তম মিনিটের এগিয়ে যায় মেরিনার্স। পুস্কর ক্ষীসা মিমোর ডান দিক থেকে বাড়ানো বলে হাসান যুবায়ের নিলয়ের হিট গোলবার খুঁজে পায়। ৪৪তম মিনিটে অরবিন্দর ফাউলের শিকার হলে পেনাল্টি স্ট্রোক পায় মোহামেডান। গুরজিন্দরের হিট জালে জড়ালে সমতায় ফেরে মোহামেডান।

পিসি থেকে পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রায় আধা ঘন্টা খেলা বন্ধ থাকে। এর আগেও এক দফা বন্ধ হয়েছিল খেলা। শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে টানা দশম জয় নিশ্চিত করে মোহামেডান। দুটি গোলই শামসের সিংয়ের পুশ রানা স্টপ করার পর নিখুঁত হিটে জালে পাঠান ভারতের খেলোয়াড় অরবিন্দর।

বাংলাদেশ সময়: ২০.২৮, মে ২৩, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।