ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘এমন নয় যে রশিদকে খেলাই যাবে না’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
‘এমন নয় যে রশিদকে খেলাই যাবে না’ তামিম ইকবাল-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোট নিয়েই খেলেছেন নিদাহাস ট্রফিতে। চিকিৎসা নিয়ে পুনর্বাসনও শেষ হয়েছে। এবার বাংলাদেশের তিন ফরম্যাটে সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের মাঠে ফেরার পালা। ফিরবেন আফগানিস্তানের বিপক্ষেই। সেই সিরিজকে সামনে রেখেই পুরোদমে চলছে বাংলাদেশ দলের অনুশীলনও।

পাশাপাশি আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে চলছে বিশ্লেষণ। বিশেষ করে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা রশিদ খানকে নিয়ে আলোচনাটা একটু বেশিই করছেন ক্রিকেটাররা।

চলতি আইপিএলেও রশিদ আছেন তুমুল ফর্মে। আর তাই শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও স্বাভাবিকভাবেই উঠে আসে আফগান এই স্পিনারের প্রসঙ্গ।

আইপিএলে রশিদের সঙ্গে একই দল সানরাইজার্স হায়দ্রাবাদে খেলছেন সাকিব আল হাসান। তার সাথে তরুণ এই স্পিনারকে নিয়ে কথা হয় কিনা জানতে চাইলে তামিম বলেন, ‘অনেক সময় কথা বলে আইডিয়া পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে সব বুঝে যাবেন। তাই যদি হতো, তাহলে তো সে এত ভালো পারফর্ম করতে পরত না আইপিএলে। নির্ভর করে নির্দিষ্ট দিনের ওপর। উইকেটে কতটা পড়া যাচ্ছে, ওকে কোন পরিকল্পনায় খেলছেন, সেটাই গুরুত্বপূর্ণ। আমরা সব পরিকল্পনা, কৌশল নিয়ে প্রস্তুত থাকতে পারি। কিন্তু মাঠে গিয়ে বাস্তবায়ন করতে না পারলে লাভ নেই। ছোট ছোট তথ্য অবশ্যই সাহায্য করে। কিন্তু আমার কাছে মনে হয়, সবকিছুই নির্ভর করে ওই দিনের ওপর। ’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশ্য আরও কাছ থেকে জানার সুযোগ হয়েছে রশিদ খানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন দুজনই। তামিম বলেন, ‘ওর কুইক আর্ম অ্যাকশনটাই সবচেয়ে কঠিন ব্যাটসম্যানদের জন্য। আরেকটি ব্যাপার, ৬ মাস আগে হয়িতো ওর অ্যাকুরেসি এত ভালো ছিল না। এখন সেখানেও উন্নতি করেছে, খুব অ্যাকুরেট। আর সাফল্যও পাচ্ছে। বিশ্বের সেরা সব ব্যাটসম্যানকে বিভ্রান্ত করছে। খুব ভালো বোলিং করছে। কিন্তু এমন নয় যে ওকে খেলাই যাবে না। ওদের দলে আরও অনেক ভালো ভালো ক্রিকেটার আছে। অনেক ভালো বোলার আছে। শুধু একজনের দিকেই মন দেওয়া মানে আগে থেকেই নেতিবাচক মানসিকতা নিয়ে যাওয়া। সন্দেহ নেই, এই মুহূর্তে সে হয়তো বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। ’

শুধু রশিদ খান নয়, কোনো ক্রিকেটার বা দল নিয়েই অতি ভাবনা পছন্দ নয় তামিমের। বলেন, ‘শুধু রশিদ নয়, বেশি কোনো কিছু নিয়ে চিন্তা করলে অনেক সময় পারা জিনিসগুলোও পারা যায় না। কারণ এটা নিয়ে অতি চিন্তা করছেন। আগেই বলেছি, সে ভালো বোলার। হয়তো ক্যারিয়ারের সেরা বোলিং করছে এখন। সবই ঠিক আছে। কিন্তু ওকে নিয়ে চিন্তা না করে নিজেদেরকে নিয়ে ভাবাই আমাদের জন্য বেশি ভালো হবে। ’

ব্যক্তিগত চাওয়া নয় বরং দলের জন্য খেলাটাই বেশি প্রাধান্য দেন এই তারকা ওপেনার। বলেন, ‘আমার ব্যাক্তিগত চাওয়া নির্ভর করে, দলে আমাকে কোন ভূমিকা দেওয়া হয় আমাকে যদি অ্যাংকরের ভূমিকা দেওয়া হয়, আমাকে সেটাই করতে হবে। এমনিতে প্রথম ৬ ওভারে শট খেলেতেই হবে। সুযোগ নিতেই হবে। ৬ ওভারের মধ্যে আউট হয়ে গেলে তো হয়েই গেলাম। ওপেনারদের এই ঝুঁকি নিতেই হবে। কিন্তু যদি সেটা পার করে দিতে পারি, তাহলে আমার লক্ষ্য থাকবে লম্বা ইনিংস খেলা। ছয়ের পর থেকে ১৫ ওভারের সময়টুকুই টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওখানে যদি আমরা বেশি উইকেট না হারাই এবং একজন যদি লম্বা ইনিংস খেলতে পারে, সেটিই আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমি ওরকম করতে পারলে দারুণ হবে। ’

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ জুন থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচ হবে দিবা-রাত্রির। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচ শুরু। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৫ ও ৭ জুন। সিরিজের উদ্দেশ্যে ২৯ তারিখ দেশ ছাড়বেন বাংলাদেশের ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।