ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

এগিয়ে থেকেই মাঠে নামবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
এগিয়ে থেকেই মাঠে নামবে শ্রীলঙ্কা

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শনিবার ভারতের বিপক্ষে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। যদিও লিগ পর্বে উভয় দেশই পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছে।

১৬ আগস্ট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেট ও ৯৩ বল হাতে রেখে স্বাগতিকদের হারিয়ে ছিলো মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু লঙ্কানরাও প্রতিশোধ নিয়েছে নির্মমভাবে।

ফিরতি ম্যাচেই ভারতকে একদিনের ম্যাচে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা দেয় শ্রীলঙ্কা। ৮ উইকেট ও ২০৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমার সাঙ্গাকারার দল। দাপটের সঙ্গে খেলেই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা।
অন্যদিকে লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ঠাঁই করে নেয় ভারত।

ব্যাটিং ধারাবাহিকতার কথা বিবেচনা করে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখলেও ম্যাচের গতি নির্ধারণে বড় ভূমিকা থাকবে টসের। কারণ রংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জেতা দল প্রথমে ব্যাটিং করে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল নেবে। ডাম্বুলায় জেতার সবচেয়ে বড় কৌশল যে এটাই!

বাংলাদেশ সময়: ১০২০ ঘন্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।