ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৩২ বছর পর এশিয়াডে পদকহীন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
৩২ বছর পর এশিয়াডে পদকহীন বাংলাদেশ ৩২ বছর পর এশিয়াডে পদকহীন বাংলাদেশ-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

১৯৮৬ সাল থেকে এশিয়ান গেমসের প্রতিটি আসরে কোনো না কোনো পদক এসেছে বাংলাদেশের ঘরে। কিন্তু এবারের এশিয়ান গেমস থেকে একেবারেই শূন্য হাতে ফিরতে হলো বাংলাদেশ প্রতিনিধিদের।

দক্ষিণ কোরিয়ার কাছে হেরে এশিয়ান গেমসের হকিতে ষষ্ঠ হয়েছেন জিমি-চয়নরা। এটিই একমাত্র বলার মতো ফলাফল বাংলাদেশের।

১৯৭৮ সালের পর এশিয়াডে এটিই বাংলাদেশের সেরা সাফল্য। ষষ্ঠ হওয়ায় গোবিনাথান কৃষ্ণমুর্তির দল পরের এশিয়ান গেমসে সরাসরি খেলার টিকেট পেয়েছে। এই ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক হকি ক্যারিয়াল শেষ করলেন বাংলাদেশ হকির অন্যতম তারকা মামুনুর রহমান চয়ন।

বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসের ১৮তম আসরে ফুটবল, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস, ভারোত্তোলন, রেসলিং, বাস্কেটবল, ব্রিজ, গলফ, বিচ ভলিবল, রোইং ও আর্চারির ১৪টি ডিসিপ্লিনে ৮৬জন ছেলে ও ৩১জন মেয়ে অংশ নেয়।

২০১৪ সালের ইনচনের আসরে ক্রিকেটের সাফল্য এখনও উদাহরণযোগ্য। সেবারের আসরে মেয়েরা রৌপ্য এবং ছেলেরা ব্রোঞ্জ জেতে। এছাড়াও ব্রোঞ্জ পদক আসে মেয়েদের কাবাডি থেকেও। কিন্তু এবার একেবারেই খালি হাতে ফিরতে হওয়ায় বেশ অবাকই হয়েছেন এশিয়াডের বাংলাদেশ কর্তারা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।