ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন মেসি আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি

সেভিলার বিপক্ষে বার্সেলোনার ম্যাচে হাতে খারাপভাবে ইনজুরি পেয়ে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

রোববার (২১ অক্টোবর) খেলার ১৭ মিনিটে সেভিলার মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাজকুয়েজের আঘাতে হাতে ইনজুরি পায় মেসি।

বার্সার টিম ট্রেইনার সাইডলাইনে মেসিকে হাতে ব্যান্ডেজ করিয়ে বসিয়ে রেখেছেন।

কিন্তু অবস্থার উন্নতি হয়নি। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আর মাঠে নামতে পারেননি তিনি। তার বদলে মাঠে নামেছেন উসমান দেম্বেলে। এছাড়া আরও মেডিকেল টেস্টের নির্দেশনা দেওয়া হয়েছে।

খেলার এ পর্যায় পর্যন্ত ২-০ গোলে এগিয়ে আছে বার্সা। ইনজুরিতে পড়ার আগে দু'টি গোলেই অবদান ছিল মেসির। ২ মিনিটে ফিলিপ্পে কৌতিনিয়োকে দিয়ে গোল করান। তারপর ১২ মিনিটে লুই সুয়ারেসের লম্বা পাস থেকে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন বার্সা অধিনায়ক।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।