ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

খেলা

খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: মেয়র লিটন বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: খেলাধুলায় রাজশাহীর অনেক সুনাম ছিল। কোনো কোনো ক্ষেত্রে সেই সুনাম হারিয়ে গেছে। তবে হারিয়ে যাওয়া সুনাম আবারও ফিরিয়ে আনা হবে। সেইসঙ্গে আরও ভালো কিছু করা হবে। এক্ষেত্রে আমার সার্বিক সহযোগিতা সব সময় থাকবে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮-১৯ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানারআপ ট্রপিসহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র।

খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশের ছেলেরা ক্রিকেটে আশা জাগানিয়া সাফল্য এনে দিয়েছে। নারী ক্রিকেটারাও ভালো করছে। আশা করছি, এ ধারাবাহিকতা থাকার পাশাপাশি তারা আগামীতে আরও ভালো করবে।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশার সুজায়েত ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজু আলম বেন্টু, বিসিবি অনুর্ধ-১৯ এর সিলেক্টর হান্নান সরকার, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহমুদ জামাল, জাতীয় ক্রীড়া পরিষদ রাজশাহীর উপ-পরিচালক নাসিরুল্লাহ, দেশ ট্রাভেলের ম্যানেজিং ডিরেক্টর বজলুর রহমান রতন প্রমুখ।

এবারের টুর্নামেন্টে দেশের ২২টি জেলার ৪৮টি দল অংশ নিয়েছিল। ২০ ওভারে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ফাইনাল খেলায় মুখোমুখি হয় শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ ও ক্লেমন দল। খেলায় ক্লেমনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।