ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইবি

ইবি: আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ১৯-৩৯ ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় ইবি।

খেলা শেষ হওয়ার পরপরই বিজয়ী এবং রানার্সআপ দলকে অভিনন্দন জানান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে দুপুর ১টার দিকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাবুবর রহমান, সহকারী প্রক্টর শাহেদ আহমেদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সোহেল প্রমুখ।

২৩ ফেব্রুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জাতীয় বিশ্ববিদ্যালয়সহ (এনইউ) মোট ৯টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নেয়।

আগামী ১ মার্চ (শুক্রবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় ঢাবি, ইবি, রাবিসহ মোট ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।