ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নীলফামারীর মেয়ে দিয়ার আর্চারিতে স্বর্ণপদক জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
নীলফামারীর মেয়ে দিয়ার আর্চারিতে স্বর্ণপদক জয় দিয়া সিদ্দিকী-ছবি: বাংলানিউজ

নীলফামারী: তৃতীয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের রিকার্ভ এককে স্বর্ণ পদক জয় করেছেন  নীলফামারীর মেয়ে দিয়া সিদ্দিকী।

গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ইরানের প্রতিযোগী শোজামেহের শিভাকে ৩-২ সেটে পরাজিত করেন দিয়া। তার হাত ধরে এবারের টুর্নামেন্টে এককের ইভেন্ট থেকে একমাত্র সোনার পদক পায় বাংলাদেশ।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই ও এক বোনের মধ্যে বড় দিয়া সিদ্দিকী। পরিবারের একমাত্র মেয়ে দিয়া সিদ্দিকী শিক্ষা জীবনে আনন্দ নিকেতন মডেল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন। পরে ২০১৬ সালে জাতীয় ক্রীড়া পরিষদের ট্যালেন্ট হান্টের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ৮ম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন।  

মুঠোফোনে বাংলানিউজকে দিয়া সিদ্দিকী বলেন, আমি নিজেও বুঝতে পারিনি এভাবে আর্চারির সঙ্গে জড়িয়ে পড়ব। ভাগ্যে থাকলে যা হয় আর কি। হঠাৎ করেই আর্চারিতে এসেছি। নীলফামারী গার্লস হাই স্কুলে পড়ার সময় শারীরীক শিক্ষা বিভাগের শিক্ষক খায়রুল ইসলাম আমার উচ্চতা দেখে আর্চারিতে আসতে বললেন। ওখানে ট্রায়াল করলাম। এর পর ১০দিনের অনুশীলন করে বিকেএসপিতে এসে ট্রায়ালে টিকে গেলাম। ভর্তি হলাম অষ্টম শ্রেণিতে। '  

'এর আগে কোনো দিন কোনো সোনার পদক জিতি নাই। তাই অনেক ভালো লাগছে। এটাই আমার প্রথম আন্তর্জাতিক পদক। ফাইনালে খেলতে নামার আগে একটু ভয় করছিল। মনে হচ্ছিল পারব কি-না। শরীর কাঁপছিল। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক গেম। ইরানের প্রতিযোগীও কঠিন প্রতিপক্ষ ছিল। তবে অনুশীলনে আমি ভালো করেছিলাম। তাই আত্মবিশ্বাসও ছিল ভালো করার। '

দিয়া সিদ্দিকীর এই অর্জনের বিষয়ে তার বাবা সাংবাদিক নুর আলম সিদ্দিকী বলেন, দিয়ার এই অর্জনে তিনি গর্বিত। আর নীলফামারীর মেয়ের এই স্বর্ণ পদক অর্জন নীলফামারীবাসীর জন্য গর্বের বিষয়। তিনি বিকেএসপি ও আর্চার ফেডারেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

তার বাবা আরো জানান, বিষয়টি অনেকের অজানা থাকলেও আজ বিভিন্ন পত্র-পত্রিকার খেলার পাতায় দিয়ার ছবিসহ সংবাদ প্রকাশ হলে সবাই জানতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।