ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বর্ণজয়ী রোমানকে মিষ্টি খাওয়ালেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
স্বর্ণজয়ী রোমানকে মিষ্টি খাওয়ালেন প্রধানমন্ত্রী স্বর্ণজয়ী রোমানকে মিষ্টি খাওয়ালেন প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-৩) রিকার্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী রোমান সানাকে গণভবনে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে অভিনন্দন জানিয়ে আর্চারির ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ যোগান, তাহলে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের ভালো কিছু একটা করা সম্ভব।

গণভবনে অন্যান্যদের মধ্যে যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন, আর্চারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>> আনন্দের পাশাপাশি হতাশাও রয়েছে রোমান সানার
                      এশিয়ান আর্চারিতে সোনা জিতলেন রোমান সানা

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমইউএম/টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।