ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বর্ণজয়ী রোমানকে এমপি বাবুর ফুলেল শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
স্বর্ণজয়ী রোমানকে এমপি বাবুর ফুলেল শুভেচ্ছা

খুলনা: এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-৩) রিকার্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী রোমান সানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হারুন আর রশিদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফরাদুজ্জামান তুষার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ, আর্চারি কোচ মো. জিয়া, রোমান সানার চাচা রোকনুজ্জামান রোকন, সাংবাদিক শফিক আহম্মেদ, রোমান সানার সহযোগী খেলোয়াড়সহ কর্মকর্তারা।

এসময় রোমান সানার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন এমপি বাবু। তাকে মিষ্টিমুখ করান এবং তার মায়ের চিকিৎসার খোঁজখবর নেন। এছাড়া তাকে সহযোগিতারও আশ্বাস দেন।

এমপি আক্তারুজ্জামান বাবু বাংলানিউজকে বলেন, রোমান সানার গ্রামের বাড়ি আমার নির্বাচনী এলাকা কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাগালীতে। সে এশিয়া কাপ ওয়ার্ল্ড আর্চারি র্যাংকিং টুর্নামেন্টের এককে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে। দেশবাসীর পাশাপাশি আমি জনপ্রতিনিধি হিসেবে তার এ সাফল্যে গর্বিত। রোমান সানার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে সানার পাশে থাকবো।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।