মঙ্গলবার (২৯ অক্টোবর) সারাদিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও রাত সাড়ে ১১টার পর ফেসবুকে নিজের বক্তব্য দিয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মনে করছেন, সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ আগামী ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলবে।
মাশরাফি তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’
এর আগে একই ধরনের আবেগ প্রকাশ করেন মুশফিকুর রহিমও। তিনি তার ফেসবুক পেজে বলেন, ‘বয়সভিত্তিক ও আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে ১৮ বছর খেলার পর..., মাঠে তোমাকে ছাড়া খেলার কথা ভাবা খুবই কষ্টদায়ক। আশা করি, তুমি চ্যাম্পিয়নের মতো ফিরে আসবে। তোমার প্রতি আমার এবং পুরো বাংলাদেশের সমর্থন রয়েছে। ভেঙে পড়ো না, ইনশাল্লাহ। ’
আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গ করার কথা স্বীকার করায় সাকিবের বিরুদ্ধে মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করা হয়।
তিনটি অভিযোগই মেনে নিয়েছেন সাকিব। শাস্তি নিয়ে সাকিব আইসিসির সঙ্গে একমত পোষণ করেছেন। ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে ফের মাঠে ফিরতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আরও পড়ুন>>>সাকিবকে ছাড়া খেলার কথা ভাবতে পারছেন না মুশফিক
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এইচএ/