ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

অনুশীলনেই মারা গেলেন বক্সার রিচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, নভেম্বর ১০, ২০১৯
অনুশীলনেই মারা গেলেন বক্সার রিচি টিম সুজি ও ডোয়াইট রিচি (ডানে): ছবি-সংগৃহীত

অনুশীলনের সময় মারা গেছেন অস্ট্রেলিয়ান বক্সার ২৭ বছর বয়সী ডোয়াইট রিচি। শনিবার (০৯ নভেম্বর) আরেক বক্সার মাইকেল জেরাফার সঙ্গে মেলবোর্নে খামখেয়ালি অনুশীলনের সময় পেটে আঘাত লাগে তার। এর পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন চ্যাম্পিয়ন রিচি। 

রিচির মৃত্যুতে অস্ট্রেলিয়াসহ বক্সিং দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার প্রমোটর জ্যাক ইলিস জানান, ‘এটা জানানো খুবই দুঃখজনক এবং আঘাত যে, ‘দ্য ফাইটিং কাউবয়’ ডোয়াইট রিচি যে খেলাকে সবচেয়ে বেশি ভালবাসতেন তার থেকে দুঃখজনকভাবে গত হয়েছেন’ 

২১টি লড়াইয়ের মধ্যে রিচি মাত্র ২টিতে পরাস্ত হয়েছেন।

গত আগস্টে আইবিএফ অস্ট্রেলেসিয়ান সুপার-ওয়াল্টারওয়েইট টাইটেলে শেষবারের মতো তাকে টিম সুজির বিপক্ষে রিংয়ে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।