ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফাইনালে উঠলেই ৩৪ লাখ টাকা পাবে বাংলাদেশের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
ফাইনালে উঠলেই ৩৪ লাখ টাকা পাবে বাংলাদেশের ফুটবলাররা বাংলাদেশ ফুটবল দল: ছবি-সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সেই অপেক্ষা ফুরোলেই আজ রোববার (০৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস ফুটবলের অলিখিত সেমিফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বর্ণ পুনরুদ্ধার করতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই লাল-সবুজদের সামনে। হারলে বিদায় নেবেন জামাল ভূঁইয়ারা।

এমন এক মহারণের আগে এক সুখবরই পেলো বাংলাদেশ দল। নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে পারলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তরফ থেকে ৪০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মূদ্রায় প্রায় ৩৪ লাখ টাকা পুরস্কার পাবে ফুটবলাররা।

কেবল ফাইনালে উঠলেই নয়, স্বর্ণ জিতলে গোটা বাংলাদেশ দলকে বড় অংকের পুরস্কার দেওয়া হবে। বাফুফের তরফ থেকে জানা যায়, নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে পুরস্কার দেওয়া হবে বাংলাদেশ দলকে। স্বর্ণ জিততে পারলে দেওয়া হবে আরো বড় পুরস্কার।

এর আগে বাংলাদেশ দু’বার স্বর্ণ জিতেছিল এসএ গেমসে। প্রথমবার ১৯৯৯ সালে এই কাঠমান্ডুতেই। দ্বিতীয়বার ২০১০ সালে ঢাকায়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।