ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাশরাফিরা সিলেটে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
মাশরাফিরা সিলেটে  সিলেটে ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেওয়অ হয়। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে পৌঁছলো বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাশরাফিরা।

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশে।

সিলেটে বিসিবি’র মিডিয়া উইং কর্মকর্তা ফরহাদ কোরেশী বাংলানিউজকে  বলেন, বৃহস্পতিবার সকালে জিম্বাবুয়ে দল সিলেটে এসে পৌঁছায়।

সন্ধ্যায় বাংলাদেশ দলও সিলেটে পৌঁছেছে।  

তিনি বলেন, দু'দলই নগরীর অভিজাত হোটেল রোজভিউয়ে অবস্থান করছে।  

বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের তিন ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় শুক্র-শনিবার সিলেটে অনুশীলন করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল।

জিম্বাবুয়ের সঙ্গে এর আগে একমাত্র টেস্ট ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এনইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।