ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্যানসারের কাছে হেরে গেলেন ফুটবলার সত্যব্রত বড়ুয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
ক্যানসারের কাছে হেরে গেলেন ফুটবলার সত্যব্রত বড়ুয়া সত্যব্রত বড়ুয়া

কক্সবাজার: মরণব্যাধি ক্যানসারের কাছে হেরে গেলেন কক্সবাজারের কৃতি ফুটবলার সত্যব্রত বড়ুয়া (৪২)। দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভোগার পর শনিবার (১৮ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে রামুর ফতেখাঁরকুলের মেরংলোয়ায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী, মাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে রামুর জাদিপাড়া বৌদ্ধ শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

প্রতিবেশী বিপুল বড়ুয়া বলেন, মেরংলোয়া গ্রামের মৃত সুধাংশু বড়ুয়ার ছেলে সত্যব্রত বড়ুয়া দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। কিছুদিন আগে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও পরে সেখান থেকে চট্টগ্রাম শহরের রেননসেট হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়। গত ১৬ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাড়ি নিয়ে আসা হয়।
 
তিনি আরও বলেন, সত্যব্রত বড়ুয়া কক্সবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন কৃতি ফুটবলার। এ কৃতি ফুটবলার তার খেলোয়াড়ী জীবনে অসংখ্য সাফল্য বয়ে এনেছেন।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।