ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মিরপুর স্টেডিয়ামে ফিরল মুশফিকদের অনুশীলন

স্পোর্টস করেস্পন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
মিরপুর স্টেডিয়ামে ফিরল মুশফিকদের অনুশীলন অনুশীলনে নামছেন মুশফিক। ছবি: শোয়েব মিথুন

করোনা ভাইরাসের কারণে চার মাসেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে দেশের সব ধরনের ক্রিকেট আসর। তবে আশার কথা, দীর্ঘদিন পর মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিরেছে ক্রিকেটারদের অনুশীলন।

 

ক্রিকেটারদের আগ্রহের ভিত্তিতে ব্যক্তিগতভাবে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাণ ফিরে পেতে শুরু করেছে মিরপুরের হোম অব ক্রিকেট।

রোববার (১৯ জুলাই) মিরপুরে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলন করেছেন তারা।  

সকাল ১০টায় অনুশীলনের সময় নির্ধারণ করা থাকলেও মুশফিক সকাল সাড়ে ৮টায় অনুশীলনে চলে আসেন। এসে ৯টা ২৫ মিনিট পর্যন্ত রানিং করেই ইনডোরে ঘণ্টা খানেক ব্যাটিং অনুশীলন করেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

মোহাম্মদ মিঠুন অনুশীলনে এসে আগে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন। এরপর রানিং করেন একাডেমি মাঠে। আর পেসার শফিউল ইসলাম সকাল সোয়া ১১টার দিকে এসে রানিং করেছেন।

করোনার কারণে অন্যান্য ক্রিকেটাররা এখনও অনুশীলনে ফিরেননি। ঢাকা থেকে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম এই চার ক্রিকেটার অনুশীলনের জন্য অনুমতি চেয়েছিলেন।  

এছাড়া ঢাকার বাইরে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসানের আজ থেকে ব্যক্তিগত অনুশীলনের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।