ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সবকিছু একটু কঠিন মনে হচ্ছে: মিঠুন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
সবকিছু একটু কঠিন মনে হচ্ছে: মিঠুন মাঠে অনুশীলনে ফিরেছেন মিঠুন আলী। ছবি শোয়েব মিথুন

করোনা ভাইরাসের কারণে অনুশীলনের জন্য ক্রিকেটারদের শুরু থেকেই নিরুৎসাহিত করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রথম দিকে ক্রিকেটাররা ঘরেই নিজেদের ফিটনসের কাজ করলেও দীর্ঘ চার মাস অতিবাহিত হয়ে গেলে তারা মাঠে ফিরতে আগ্রহী হয়ে পড়েন।

সে কারণেই মিরপুরে অনুশীলনের ব্যবস্থা করে দেয় বিসিবি। আর দীর্ঘদিন পর মাঠে ফিরে সবকিছু একটু কঠিন মনে হচ্ছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের কাছে।

রোববার (১৯ জুলাই) মিরপুরের প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমে একথা জানিয়েছে মিঠুন। প্রথম দিনে রানিং ও ব্যাটিং অনুশীলন করেছেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম দিনের অনুশীলনটা একটু কষ্টকর মনে হয়েছে মিঠুনের কাছে।

মিঠুন বলেন, ‘দীর্ঘ চার মাস পরে আজকে মাঠে অনুশীলন করার সুযোগ পেয়েছি। ব্যাটিং, রানিং সবকিছু একটু কঠিন মনে হচ্ছে। কারণ এতদিন আমরা সবকিছু ঘরে করেছি। তাই বাইরে মানিয়ে নিতে একটু সময় লাগবে। কিন্তু আশা করছি আস্তে আস্তে আগের মতোই ফিরে পাব। ’

মিঠুন ছাড়াও এদিন মিরপুরে অনুশীলন করেন মুশফিকুর রহিম ও শফিউল ইসলাম। এছাড়া ঢাকা থেকে ইমরুল কায়েস অনুশীনের জন্য বিসিবির কাছে আবেদন করেছেন। ইমরুল মঙ্গলবার (২০ জুলাই) থেকে অনুশীলন শুরু করবেন।

এছাড়া ঢাকার বাইরে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসানের আজ থেকে ব্যক্তিগত অনুশীলনের কথা রয়েছে। মোট ৯ জন ক্রিকেটার অনুশীলনের জন্য আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।