ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চাকরি নিয়ে শঙ্কায় বার্সা কোচ সেতিয়েন, আসতে পারেন ক্লাইভার্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
চাকরি নিয়ে শঙ্কায় বার্সা কোচ সেতিয়েন, আসতে পারেন ক্লাইভার্ট সেতিয়েনের পরিবর্তে নতুন কোচ হিসেবে ক্লাইভার্টকে আনা হতে পারে

কোচ হয়ে বার্সেলোনাকে এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারেননি কিকে সেতিয়েন। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা খুইয়ে তো চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।

আর গুঞ্জন উঠেছে তাকে বিদায় করে কাতালান জায়ান্টদের নতুন কোচ করা হতে পারে প্যাট্রিক ক্লাইভার্টকে।

স্প্যানিশ পত্রিকা মুন্দো দেপোর্তিভোর বরাতে জানা যায়, সেতিয়েনের পরিবর্তে নতুন কোচ হিসেবে ক্লাইভার্টকে আনা হতে পারে। যেখানে বর্তমানে ক্লাবের একাডেমি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন তিনি।

খবরে বলা হয়, বার্সার কোচ হিসেবে ক্লাইভার্ট মানিয়ে নিতে পারবে। কেননা তিনি প্রথমবার এই পদে ডগআউট থাকছেন এমন নয়। তিনি ২০০৯ সালে এনইসি নিজমেগেনের সহকারী কোচ ও একই বছর টুয়েন্টে অনূর্ধ্ব-২১ দলের কোচ ছিলেন।

এর আগে বার্সার সাবেক কোচ লুইস ফন গালের সহকারী হিসেবে নেদারল্যান্ডস জাতীয় দলের ২৯ ম্যাচ পরিচালনায় ছিলেন ক্লাইভার্ট। এরমধ্যে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপও ছিল। পরবর্তীতে তিনি কারাকাও জাতীয় দলের হেড কোচ হয়েছিলেন।

এদিকে ৪৪ বছর বয়সী ক্লাইভার্ট খেলোয়াড়ি জীবনে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত ২৫৭টি ম্যাচ খেলেছেন। আক্রমণভাগের এই ফুটবলার ১২২টি গোলও করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।