ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দাপুটে জয় দিয়ে লিগ মৌসুম শেষ করলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
দাপুটে জয় দিয়ে লিগ মৌসুম শেষ করলো বার্সেলোনা দাপুটে জয় দিয়ে লিগ মৌসুম শেষ করলো বার্সেলোনা

বার্সেলোনার লা লিগা শিরোপা হাতছাড়া হয়েছে এক ম্যাচ আগেই। তাই মৌসুমের শেষ লিগ ম্যাচটি কোনো রকম চাপ ছাড়াই খেলতে নামে কাতালানরা।

তবে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামে মেসির দল।  লক্ষ্য একটাই, ম্যাচটি জিতে চ্যাম্পিয়নস লিগের আগে আত্মবিশ্বাসটা ফিরে পাওয়া। লিওনেল মেসির জোড়া গোলে আলাভেজকে ৫-০ গোলের বড় ব্যবধানেই হারিয়েছে বার্সা।
 
প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা বরাবরই মলিন। তবে মেন্ডিজোরোজাতে ম্যাচের শুরু থেকেই আলাভেজকে চেপে ধরে বার্সা। তৃতীয় মিনিটে রিকি পুজের শট ক্রসবারে লাগে। এরপর ১২ মিনিটে আর্তুরো ভিদালের শট বারে লেগে ফিরে আসে। আর ১৬ মিনিটে মেসির জোড়ালো শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়।
 
২৪ মিনিটে এগিয়ে যায় বার্সা। মেসির বাড়ানো বল দ্রুত এগিয়ে নিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান আনসু ফাতি। ২৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন লুইজ সুয়ারেজ।
 
৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেসি। পুজের ক্রস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জায়গা করে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান বার্সা অধিনায়ক। বিরতির আগে জর্দি আলভা ক্রস থেকে হেড দিয়ে গোল করে ব্যবধান ৩-০ করেন সুয়ারেজ।
 
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় কাতালানরা। ৫৭ মিনিটে পুজের কাছ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে ডান পায়ে আড়াআড়ি জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন নেলসন সেমেদো।
 
এরপর ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। আলবার বাড়ানো বল হাফ-ভলি বানিয়ে গোল করেন এই আর্জেন্টাইন প্লে-মেকার। এটি মেসির এবারের লিগে ২৫তম গোল। চার গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন করিম বেনজেমা। এবার পিচিচি ট্রফি (লিগের সর্বোচ্চ গোলদাতা) জিতলে টেলমো জারাকে পিছনে ফেলে রেকর্ড সপ্তমবারের মতো এই ট্রফি জিতবেন মেসি।
 
ম্যাচের বাকিটা সময় বার্সা আর গোলের দেখা না পেলেও ৫-০ গোলের বড় জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো বার্সা। আগামী ৯ আগস্ট চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ইতালিয়ান ক্লাব নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা।
 
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
আরএআর/এমআরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।