ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন পাকিস্তানি ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহ

বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহ।  

শনিবার (১৮ জুলাই) ডার্বিতে ব্যাটিং অনুশীলনের সময় এই চোট পান ২৫ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান।

 

খুশদিলের চোট সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ‘বাঁ-হাতি ব্যাটসম্যান খুশদিল শাহ শনিবার ডার্বিতে অনুশীলনের সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়ায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ’ 

তবে নখ তেমন ক্ষতিগ্রস্থ না হওয়ায় আগামী সপ্তাহ থেকে খুশদিলকে অনুশীলনে পাওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান দলের অর্থোপেডিক সার্জন, চিকিৎসক এবং ফিজিওথেরাপিস্ট।

অবশ্য চোট পাওয়ায় আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে খুশদিলকে। ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের অনুশীলন হিসেবে চলমান চারদিনের আন্ত-স্কোয়াড ম্যাচেও নেই তিনি। ২৪-২৭ জুলাই চারদিনের দ্বিতীয় আন্ত-স্কোয়াড ম্যাচ খেলবে মিসবাহ-উল-হকের শিষ্যরা। সেই ম্যাচেও মাঠের বাইরে থাকবেন গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া ব্যাটসম্যান খুশদিল।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।