ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

খেলা

ফিফার কাছ থেকে ক্ষতিপূরণের পুরো টাকা পেলেন জনি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, জুলাই ২১, ২০২০
ফিফার কাছ থেকে ক্ষতিপূরণের পুরো টাকা পেলেন জনি ফিফার কাছ থেকে ক্ষতিপূরণের পুরো টাকা পেলেন জনি

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে ইনজুরির আর্থিক ক্ষতিপূরণ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাসুক মিয়া জনি। জাতীয় দলের ক্যাম্পে কিংবা ম্যাচের সময় ইনজুরিতে পড়লে সেই ফুটলারকে ক্ষতিপূরণ দেয় ফিফা।

সেটার জন্যই প্রায় সাড়ে ১৩ লাখ টাকা পেয়েছেন জনি।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলানিউজকে এটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধাররণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্পে ইনজুরিতে পড়েন বসুন্ধরার এই মিডফিল্ডার। ফিফা মোট তৃতীয় ধাপে এই টাকা দিয়েছে।

সোহাগ বলেন, ‘ফিফা আগেই দুই ধাপে চার লাখ টাকা দিয়েছে জনিকে। সেটারই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে এই টাকা পেয়েছে সে। টাকাটা তার ক্লাব বসুন্ধরা কিংসের অ্যাকাউন্টে জমা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।