ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

খেলা

স্টার্লিংয়ের জোড়া গোল, সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৩, জুলাই ২২, ২০২০
স্টার্লিংয়ের জোড়া গোল, সিটির বড় জয় স্টার্লিয়ের গোল উদযাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। রহিম স্টার্লিংয়ের জোড়া গোলে এবার তারা ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ওয়াটফোর্ডকে।

 

মঙ্গলবার (২১ জুলাই) রাতে প্রথমার্ধের ৩১ ও ৪০ মিনিটে জোড়া গোল করে সিটিজেনদের এগিয়ে দেন স্টার্লিং। বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে চলতি মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা বিসর্জন দেওয়া পেপ গার্দিওলার দল।  

৬৩তম মিনিটে ব্যবধানটা ৩-০ করেন ফিল ফোডেন। এর তিন মিনিট পরেই এমেরিক লাপোর্তের গোলে চতুর্থবারের মতো উদযাপনে মেতে ওঠে সিটিজেনরা।  

চলতি মৌসুমে গত সেপ্টেম্বরে নিজেদের মাঠ ইতিহাদে ওয়াটফোর্ডকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল গার্দিওলার শিষ্যরা। এবার আরেকটি বড় জয়ে একটি রেকর্ডও ছুঁয়েছে তারা। এক আসরে একই দলের বিপক্ষে ১২ গোল করা তৃতীয় দল সিটি।  

এর আগে ১৯৯৫-৯৬ মৌসুমে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে দুই ম্যাচ মিলে ১২ গোল দিয়েছিল ব্ল্যাকবার্ন রোভার্স। এরপর ২০০৯-১০ মৌসুমে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে টটেনহ্যামও এই চূড়া স্পর্শ করেছিল।  

লিগে সিটির আর ম্যাচ বাকি আছে একটি। দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে যাওয়া গার্দিওলার দলের পয়েন্ট ৩৭ ম্যাচে ৭৮।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।