ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবারও স্থগিত ইউরো টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
আবারও স্থগিত ইউরো টি-টোয়েন্টি ইউরো টি-টোয়েন্টির লোগো

আবারও স্থগিত হয়েছে ইউরো টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্বোধনী আসরটি পিছিয়ে দেওয়া হয়েছে আগামী বছরে।

 

বুধবার (২২ জুলাই) ইউরো টি-টোয়েন্টি লিগ স্থগিত করার ঘোষণা দেয় আয়োজকরা।  

২০১৯ সালে শুরুর কথা ছিল আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ছয়টি শহর নিয়ে আয়োজিত হতে যাওয়া নতুন এই ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ। কিন্তু সেবারও এক বছর পিছিয়ে দেওয়া হয় নতুন এই টুর্নামেন্ট।  

তবে চলতি বছর ইউরো টি-টোয়েন্টি লিগ আয়োজনের ব্যাপারে গত কয়েকমাস ধরে আলোচনাও চালিয়ে যাচ্ছিল আয়োজকরা। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ালো করোনা ভাইরাস।  

তার জন্য আবারও এক বছর পিছিয়ে দেওয়া হলো আসরটি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে হবে ইউরো টি-টোয়েন্টি লিগ।  

এই টুর্নামেন্টে খেলার কথা নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান এবং পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মতো তারকাদের।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।