ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

খেলা

অবশেষে ফিফটির দেখা পেলেন বাটলার, সেঞ্চুরির পথে পোপ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, জুলাই ২৫, ২০২০
অবশেষে ফিফটির দেখা পেলেন বাটলার, সেঞ্চুরির পথে পোপ পোপ-বাটলারের জুটি

শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রানে প্রথমদিন শেষ করেছে স্বাগতিকরা।

 

শনিবার (২৫ জুলাই) প্রথম ইনিংসের দ্বিতীয়দিন শুরু করবে ইংলিশরা। ইংল্যান্ডকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন দুই অপরাজিত ব্যাটসম্যান ওলি পোপ (৯১) ও জস বাটলার (৫৬)।  

আগেরদিন ম্যানচেস্টারে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় ক্যারিবিয়ানরা। সিদ্ধান্তটা যে সঠিক ছিল তা প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি উইন্ডিজ পেসাররা। ইংলিশদের স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই আঘাতটা আনেন কেমার রোচ। এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে ওপেনার ডম সিবলিকে শূন্য হাতে ফেরান তিনি।  

এরপর রান আউটের শিকার হয়ে বিদায় নেন জো রুট (১৭)। এই আউটে এক লজ্জার রেকর্ডও গড়েছেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশিবার রান আউটের শিকার হলেন তিনি। অধিনায়কত্ব পাওয়ার পর এই নিয়ে চারবার রান আউট হয়েছেন রুট। এর মাধ্যমে ১১৮ বছর আগে সাবেক ইংলিশ অধিনায়ক আর্চি ম্যাকলারেনের গড়া রেকর্ড ভেঙেছেন তিনি।  ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য রুটের চেয়ে এগিয়ে আছেন জিওফ্রে বয়কট ও ম্যাট প্রায়র। দুই সাবেক ইংলিশ ব্যাটসম্যান ৭ বার করে এই স্বাদ পেয়েছেন।

রুট ফেরার পর বিপর্যয়টা সামাল দেন বেন স্টোকস (২০)। কিন্তু এবার জ্বলেনি গত টেস্টের জয়ের নায়কের ব্যাট।  ইংলিশ অলরাউন্ডারকেও বোল্ড করে সাজঘরের পথ দেখিয়ে দেন রোচ। সতীর্থদের ব্যর্থতার দিনে ফিফটি তুলে নেন রোরি বার্নস। দলীয় ১২২ রানে রোস্টন চেজের বলে আউট হওয়ার আগে ৫৭ রান করেছেন ইংলিশ ওপেনার।  

এরপর স্বাগতিকদের কপাল থেকে দুশ্চিন্তার রেখা মুছে দেয় পোপ-বাটলার। দিন শেষ করার আগে দুজনে গড়েছেন ১৩৬ রানের জুটি। শনিবার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির আশায় দিন শুরু করবেন পোপ। অন্যদিকে ব্যর্থতার বৃত্ত ভেঙে রানে ফিরেছেন বাটলার। টানা ১৫ ইনিংস পর টেস্টে ক্যারিয়ারের ১৬তম ফিফটির দেখা পেয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তিনি এর আগে শেষ ফিফটি উদযাপন করেছিলেন গত বছরের সেপ্টেম্বরে।

দু’দলের তিন টেস্ট সিরিজে সমতায় রয়েছে ১-১ ব্যবধানে।   

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।