ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

খেলা

স্প্যানিশ ক্লাবের ২৮ জনের করোনা শনাক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, জুলাই ২৫, ২০২০
স্প্যানিশ ক্লাবের ২৮ জনের করোনা শনাক্ত স্প্যানিশ প্রথম বিভাগ সেগুন্দা ডিভিশনের ক্লাব ফুয়েনলাবারাদার নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

স্প্যানিশ প্রথম বিভাগ সেগুন্দা ডিভিশনের ক্লাব ফুয়েনলাবারাদার নতুন করে আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে ক্লাবটিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২৮-এ দাঁড়াল।

এর আগে দলের বেশ কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত হলে গত সোমবার দেপোর্তিভোর বিপক্ষে লিগের ম্যাচটি পরিত্যক্ত করা হয়। ক্লাবটির প্রথমসারির স্কোয়াডকে এই মুহূর্তে আইসোলেশনে রাখা হয়েছে। তবে এরই মধ্যে নতুন করে আরও শনাক্তের খবর পেল।

শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে ফুয়েনলাবারাদা জানায়, ‘ফুয়েনলাবারাদা দুঃখের সঙ্গে জানাচ্ছে, সর্বশেষ পিসিআর পরীক্ষা করানো হলে মোট ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে নতুন করে ১২জন আক্রান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।