ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আশা করছি দ্রুতই ক্রিকেটে ফিরব: মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
আশা করছি দ্রুতই ক্রিকেটে ফিরব: মিরাজ

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৪ মাসের বেশি সময় ধরে ক্রিকেটের সব কার্যক্রম বন্ধ থাকার পর গত ১৯ জুলাই থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। ঢাকা ও ঢাকার্ বাইরে মোট ৯ জন ও পরে আরও ২ জনসহ মোট ১১ জন ক্রিকেটার অনুশীলনের জন্য আবেদন করেন।

 

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করছেন মেহেদী হাসান মিরাজ। আর তিনি অশা প্রকাশ করেন খুব দ্রুতই আবার ক্রিকেটে ফিরবেন।

শনিবার (২৫ জুলাই) খুলনায় অনুশীলন শেষে মিরাজ এই আশাবাদ ব্যক্ত করেন। অনুশীলনে শুরু থেকেই নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন এই ডানহাতি অফ স্পিনার। এছাড়া এই সময়টাকে কাজে লাগাতে চান তিনি।

মিরাজ বলেন,  ‘অনেকদিন পর মাঠে এসে অনুশীলন করার সুযোগ পেয়েছি। আমি মনে করছি যে, বর্তমান যে কঠিন পরিস্থিতি চলছে তা দ্রুতই ঠিক হয়ে যাবে। আমি বর্তমানে ফিটনেস নিয়ে কাজ করছি। গত তিন মাসের মতো ঘরেই বসে ছিলাম, কোনো কিছু (অনুশীলন) করতে পারিনি। এখন ভালো একটা সুযোগ হয়েছে। ফলে যতোটা সম্ভব নিজের ফিটনেস ধরে রাখা চেষ্টা করছি। রানিং, জিম বা মাঠ যতটুকু সম্ভব ততটুকুই করছি। আর আশা করছি তাড়াতাড়িই ক্রিকেটে ফিরব এবং খুব তাড়াতাড়িই খেলাধুলা শুরু হয়ে যাবে। ’

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ছাড়াও মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছেন বাকি ক্রিকেটারা। রোববার (২৬ জুলাই) প্রথম পর্বের অনুশীলনের শেষ দিনে ক্রিকেটাররা অনুশীলন করবেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।