ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

খেলা

এবার করোনা আক্রান্ত মাশরাফির মা-বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৯, আগস্ট ৮, ২০২০
এবার করোনা আক্রান্ত মাশরাফির মা-বাবা

নড়াইল: এবার করোনা আক্রান্ত হলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার বাবা-মা।  

শুক্রবার (৭ আগস্ট) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা রাসেল বিল্লাহ।



এর আগে মাশরাফি, স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনা আক্রান্ত হন। তারা এখন সুস্থ।

এবার মাশরাফির বাবা গোলাম মোর্তুজা স্বপন, মা হামিদা মোর্তুজা, মাশরাফির ছোট ভায়ের স্ত্রী এবং মামির শরীরেও বাসা বেঁধেছে করোনা ভাইরাস।

রাসেল বিল্লাহ বলেন, ক্যাপ্টেনের বাবা, মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রীর করোনা পজিটিভ। করোনার কঠিন সময়ে নড়াইলবাসীর জন্য মোর্তুজা পরিবারের আত্মত্যাগ সবাই জানেন। দিনরাত এক করে মাশরাফির বাবা লড়াই করেছেন অসহায় মানুষের জন্য, ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে।

তিনি আরও বলেন, মাশরাফি পরিবারের চার সদস্যই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছেন। সবাই সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এএ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।