ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে বার্সা-বায়ার্ন, ম্যানসিটি-লিওঁ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে বার্সা-বায়ার্ন, ম্যানসিটি-লিওঁ

অবশেষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সমাপ্তি হলো। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিরতির পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার এই রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালের লাইনআপ নিশ্চিত হলো।

যেখানে সর্বশেষ নাপোলিকে বার্সেলোনা ও চেলসিকে বায়ার্ন মিউনিখ হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

এরইসঙ্গে কোয়ার্টার ফাইনালের ড্র চূড়ান্ত হয়েছে। তবে মহামারির কারণে শেষ আটের সব ম্যাচ পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হবে। করোনার কারণে আগের ঘোষণা অনুযায়ী কোয়ার্টারে দুই লেগের পরিবর্তে এক লেগে খেলা হবে। নিশ্চিত হওয়া ৮টি দল ১২ আগস্ট লিসবনে উড়িয়ে গিয়ে ২৩ আগস্ট পর্যন্ত অবস্থান করবে।

স্প্যানিশ জায়ান্ট বার্সা ও জার্মান কিং বায়ার্ন আগামী শুক্রবার (১৪ আগস্ট) সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে। যেখানে ১৫ আগস্ট ম্যানচেস্টার সিটি ও লিওঁ মুখোমুখি হবে। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেই ও আতলান্তা ১২ আগস্ট নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। আর ১৩ আগস্ট আরবি লিপগিজ ও অ্যাতলেটিকো মাদ্রিদের সাক্ষাত হবে।

লিসবনে ফ্লাইট করা ৮ দলের যে কেউ নিজেদের পরবর্তী ৩টি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলবে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।