ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিকেএসপির নতুন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ইকবাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
বিকেএসপির নতুন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল ইকবাল

ঢাকা: দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাকেন্দ্র বাংলাদেশ ক্রীড়া শিক্ষা-প্রতিষ্ঠানে (বিকেএসপি) অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

রোববার (০৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

গত ০২ সেপ্টেম্বর বিকেএসপির অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসা লেফটেন্যান্টে কর্নেল হাসানুজ্জামান চৌধুরীকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

ঢাকার ৪৫ কিলোমিটার অদূরে সাভারে বিকেএসপিতে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হচ্ছে। প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুরে আঞ্চলিক কেন্দ্র রয়েছে।

ক্রীড়া প্রতিভা শনাক্তকরণ, প্রতিভাবান খেলোয়াড়দের পরিচর্যা ও যোগ্য প্রশিক্ষক এবং ক্রীড়া বিশেষজ্ঞ তৈরির উদ্দেশ্যে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বিকেএসপির মূল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তবে স্নাতক (পাস) ও বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিতেও কিছু শিক্ষার্থী ভর্তি করানো হয়।

শুরু থেকে অদ্যাবধি বিকেএসপির প্রশিক্ষণার্থীরা অসংখ্যবার দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।