ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ধোনির ফার্ম হাউজের সবজি রপ্তানি হচ্ছে দুবাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
ধোনির ফার্ম হাউজের সবজি রপ্তানি হচ্ছে দুবাই

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমএস ধোনির ফার্ম হাউজে উৎপাদিত সবজি রপ্তানি হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। রপ্তানির সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে।

শেষ পর্যায়ে দরকষাকষিও। দুবাই পাঠানোর এজেন্সিও ঠিক হয়ে গেছে। ঝাড়খণ্ডের কৃষি বিভাগ ধোনির ফার্ম হাউজে উৎপাদিত সবজি দুবাই পাঠানোর সব দায়িত্ব নিয়েছে।

ধোনির সবজি ঝাড়খণ্ড কৃষি বিভাগের মাধ্যমে দুবাই পাঠাবে অল সিজন ফার্ম ফ্রেশ এজেন্সি। এরা উপসাগরীয় দেশগুলোতে সাধারণত সবজি পাঠায়।

বিপণন কমিটির প্রধান অভিষেক আনান্দ জানিয়েছেন, সরকার এখন নতুন প্রকল্প নিয়ে কাজ করছে। ধোনি একটি ব্র্যান্ড। যখন ঝাড়খণ্ডের নাম সবজি রপ্তানির সঙ্গে যুক্ত হবে তখন এখানকার অন্য কৃষকও লাভবান হবে।

ধোনির ফার্ম হাউজে বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হচ্ছে। সেম্বো গ্রামের রিং রোডে অবস্থিত ফার্ম হাউজে স্ট্রবেরি, বাধাঁকপি, টমেটো, ব্রকলি, শিম, পেঁপে প্রভৃতির চাষ হচ্ছে ১০ একর জমিতে। মোট ৪৩ একর জমি নিয়ে এটি গড়া। রাঁচিতে ধোনির ফার্মের বাঁধাকপি, শিম ও টমেটোর ব্যাপক চাহিদা।

ভারতের ‘ক্যাপ্টেন কুল’ মাহেদ্র সিং ধোনির ব্যাপক সংখ্যক ভক্ত আছে দুবাইয়ে। সেখানে ভারতের কোনো ম্যাচ হলে ধোনির প্রচুর সংখ্যক ভক্ত ভিড় জমান। বর্তমানে ধোনি সপরিবারে দুবাইয়ে অবস্থান করছেন। দুবাই ধোনির বিশেষ গন্তব্য বলেই মনে করেন সবাই।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।