ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ হলো সেনাবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
শেষ হলো সেনাবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা

ঢাকা: বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় দলগতভাবে ১১ ইনফ্যান্ট্রি ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। সুনিপুন কৌশল ও মনোমুগ্ধকর খেলাশৈলী প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে ১১ ইনফ্যান্ট্রি ডিভিশন দলের সার্জেন্ট শফিয়ার রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন দলের সৈনিক শাকিল আহমেদ শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

এ সময় সব দলের খেলোয়াড় ছাড়া বগুড়া এলাকার সব ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য সৈনিকরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন থেকে মোট ১৫টি দল অংশ নেয়। প্রতিযোগিতা গত ২৪ ফেব্রুয়ারি শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।