বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত মহিলা ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকিতে শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই টুর্নামেন্টের ফাইনালে নড়াইল জেলাকে ৬-০ গোলে হারিয়েছে বিকেএসপি।
মওলানা ভাসানী স্টেডিয়ামে বুধবার এ ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে সাবেক মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তির প্রশিক্ষণে বিকেএসপির মেয়েরা দুর্দান্ত পারফর্ম করেই জিতে চ্যাম্পিয়নের মুটুক জিতেছে।
ম্যাচে জোড়া গোল করেন অর্পিতা পাল ও শান্তিনা টুডু। আর একটি করে গোল করেন সোনিয়া খাতুন ও তারিন আক্তার খুশি।
আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন নড়াইল জেলার নমিতা কর্মকার। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপির আর্পিতা পাল।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমএমএস