মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার জাতীয় অ্যাথলেটিক্সের পর বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসেও বাজিমাত করলেন। চলমান আসরটির ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন এই তারকারা।
শনিবার (০৩ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে পুরুষ বিভাগের ১০০ মিটারে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল সেরা হন। যেখানে ১০ দশমিক ৬০ সেকেন্ডে নৌবাহিনীর আব্দুল রউফ রুপা ও ১০ দশমিক ৭০ সেকেন্ডে বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম ব্রোঞ্জ জিতেছেন।
এর আগে গত বছর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিক্সে ইসমাইল ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন।
এদিকে মেয়েদের বিভাগে শিরিন ১১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টে শিরিনের সেনাবাহিনীর সতীর্থ শরীফা খাতুন (১১ দশমিক ৭০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সোনিয়া আক্তার (১২ দশমিক ১০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
শিরিন জাতীয় অ্যাথলেটিক্সে চট্টগ্রামের ঘাসের ট্র্যাকে ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। ফলে নিজেকে আরও ছাড়িয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এমএমএস