ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১৯তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেড-রাফার আরও কাছে জোকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জুন ১৪, ২০২১
১৯তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেড-রাফার আরও কাছে জোকার

রোমাঞ্চকর লড়াই শেষে তরুণ স্তেফানোস সিৎসিপাসকে হারিয়ে ফরাসি ওপেনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই জয়ের জোরালো সম্ভাবনা জাগালেন গ্রিক তারকা।

তবে সার্বিয়ান তারকা খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর নজির গড়লেন আরেকবার। পাঁচ সেটের লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতে নিলেন টেনিস বিশ্বের এক নাম্বার তারকা।

রোববার রোলাঁ গারোয় পুরুষ এককের ফাইনালে শুরুটা অবশ্য সিৎসিপাস দারুণ করেন। প্রথম দুই সেট জিতে নেন। তবে এরপরই জোকোভিচের ঘুরে দাঁড়ানোর গল্প। প্রায় সোয়া চার ঘণ্টার লড়াইয়ে ৬-৭(৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে জিতে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জেতেন র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা।

এর আগে ফরাসি ওপেনে প্রথম শিরোপাটি জোকোভিচ জিতেছেন ২০১৬ সালে। ক্যারিয়ারে এটি তার ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়। সর্বোচ্চ মেজর জয়ের তালিকায় তার ওপরে কেবল রাফায়েল নাদাল ও রজার ফেদেরার, দুজনেই জিতেছেন ২০টি করে।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।