ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টোকিও অলিম্পিক: আরও দুটি ইভেন্ট থেকে সরে গেলেন বাইলস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
টোকিও অলিম্পিক: আরও দুটি ইভেন্ট থেকে সরে গেলেন বাইলস

টোকিও অলিম্পিকের আরও দুটি ইভেন্ট থেকে সরে গেলেন মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস। এর আগে জিম্যাস্টিকসের অল অ্যারাউন্ড ইভেন্টেও অংশ নেননি এ তারকা খেলোয়াড়।

তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মানসিক সুস্থতার কারণ দেখিয়ে অলিম্পিকে চারবারের স্বর্ণপদকজয়ী সিমন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মেডিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনা করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সিমন। যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস এক বিবৃতিতে জানিয়েছে, বাকি ইভেন্টে সিমন অংশ নেবেন কী না তা পর্যবেক্ষণের পর জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।