ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভোলায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
ভোলায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ছবি: বাংলানিউজ

ভোলা: ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলাতে চল’ এ প্রতিপাদ্য ভোলায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলার ব্যাংকের হাট চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা ক্রিড়া সংস্থার সার্বিক সহায়তায় এ দৌড় অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ এ ম্যারাথনের আয়োজন করে।

সকালে বেলুন উড়িয়ে উদ্বোধক হিসেবে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) তৈফিক-ই-লাহী চৌধুরী।
 
প্রতিযোগিতায় ব্যাংকের হাট চত্বর থেকে ভোলা সরকারি স্কুল মাঠ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড়ে শতাধিক ক্রিড়ামোদী অংশ নেন। এটি সবার জন্য উম্মুক্ত ছিল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।