ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

খেলা

ফরিদপুরে দাবালীগে চ্যাম্পিয়ন আবহানী ক্রীড়াচক্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, অক্টোবর ১৭, ২০২১
ফরিদপুরে দাবালীগে চ্যাম্পিয়ন আবহানী ক্রীড়াচক্র

ফরিদপুর: ফরিদপুর জেলা দাবালীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আবহানী ক্রীড়াচক্র। এ টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে নাজিব স্পোটিং ক্লাব এবং দ্বিতীয় রানার্স আপ নির্বাচিত হয় লিপন স্পোর্টিং ক্লাব।

প্রতিযোগিতায় পাঁচটি বোর্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরান মাহমুদ হাসান, মো. শাকিল, অপূর্ব বিশ্বাস, শাহিনুর রহমান রাতুল, গাজী ফরিদুজ্জামান।


রোববার (১৭ অক্টোবর) বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাসুদুর রহমান চুনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।