ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিএসপিএ-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
বিএসপিএ-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার শুরু

সিলেট: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বিএসপিএ-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা।  ক্রীড়া লেখকদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন সিলেট শাখার আয়োজনে সপ্তাহব্যপী চলবে এ প্রতিযোগিতা।


 
রোববার (৭ নভেম্বর) সিলেট জেলা ক্রীড়া ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠান মাহার স্বত্বাধিকারী মাহি উদ্দিন আহমদ সেলিম।
 
বিএসপিএ সিলেটের সভাপতি মান্না চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর।
 
বক্তব্য রাখেন বিএসপিএ সিলেটের সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও ভয়েস অব সিলেটের কর্ণধার মঈন উদ্দিন মনজু, জনপ্রিয় ধারাভাষ্যকার মাসুম আহমদ ও তরুণ সাংবাদিক গুলজার আহমদ।
 
প্রধান অতিথির বক্তব্যে মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, কয়েক দশক ধরে ক্রীড়ার বিকাশে কাজ করে যাচ্ছে বিএসপিএ সিলেট। যা একটি বিরল ঘটনা। শুধু লেখায় নয়, তারা নিজেরাও যে খেলায় পারদর্শী তার প্রমাণ এই অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন।
 
তিনি বলেন, সিলেটে ধনী লোকের অভাব নেই। কিন্তু খেলাধুলায় তাদের কোন পৃষ্ঠপোষকতা নেই, যা চরম হতাশার।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আম্পায়ার তানজিল শাহরিয়ার, আন্তর্জাতিক উশু কোচ আনোয়ার হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, বিএসপিএর কোষাধ্যক্ষ্য অলিউর রহমান, সাবেক কোষাধক্ষ্য ও বাংলাভিউর প্রেজেন্টার হাসান মোহাম্মদ শামীম, বিএসপিএ সদস্য মো. মিজানুর রহমান, এসএইচ মিলাদ, মোহাম্মদ আফজাল প্রমুখ।
 
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা। টানা উত্তেজনার এই ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন মঈন উদ্দিন মনজু। এছাড়া ২য় হন এসএইচ মিলাদ এবং ৩য় মঞ্জুর আহমদ। আজও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।