ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান দল ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ খেলোয়াড়দের বহনকারী বিমান।

পরে বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুই দলকেই পৃথক টিম বাসে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিম হোটেল রেডিসন ব্লুতে এসে পৌঁছায়।  

এর আাগে দুপুর পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেয় দুই দলের ক্রিকেটাররা।  

আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে।  

বুধবার (২৪ নভেম্বর) চট্টগ্রামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে পাকিস্তান দল। একই দিন দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। পরের দিন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ দল সকালে এবং পাকিস্তান দল দুপুরে অনুশীলন করবে। আগামী ১ ডিসেম্বর দুপুরে চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে দুই দলের।
 
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।