ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফর্মুলা ওয়ান ট্রাকে বাংলাদেশের অভীক আনোয়ারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ফর্মুলা ওয়ান ট্রাকে বাংলাদেশের অভীক আনোয়ারের ইতিহাস

এনজিকে প্রো কার চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের ফর্মুলা ওয়ান রেসার তৌহিদ আনোয়ার। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ফর্মুলা ওয়ান রেস প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়ে দেখালেন অভীক আনোয়ার নামে পরিচিত এই তারকা।

অভীকের এই জয়ে দারুণ উচ্ছ্বসিত তার সমর্থকেরাও। এমন জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমর্থকদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট অভীক।  

তিনি একটি ভিডিও বার্তায় বলেছিলেন, 'যারা যারা বলেছিলেন আমি পারব না, যারা বলেছিলেন আমার দ্বারা এটা কোনওদিনই সম্ভব নয়, যারা বাংলাদেশের নাগরিকদের এতদিন হীনমন্যতার চোখে দেখতেন, আজকের জয় তাদের জন্য উৎসর্গ করলাম! আপনাকে সবসময় একটা বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন কঠিন হলেও, শেষ পর্যন্ত সেটা অর্জন করার লক্ষ্যে এগোতে হবে। ইনশা'আল্লাহ একদিন সেই স্বপ্ন অবশ্যই সফল হবে। '

বাংলাদেশে অভীকের আগে এমন সাফল্য আর কেউ অর্জন করতে পারেননি। ফলে তার এই সাফল্য গোটা দেশের কাছেই যে গর্বের বিষয়, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ফেসবুক পোস্টে অভীক আরও লিছেন, 'আজ (শুক্রবার) ইতিহাসে এই প্রথমবার কোনো বাংলাদেশি ফর্মুলা ১ ট্র্যাকে খেতাব জয় করল। আপনাদের প্রার্থনা এবং সর্বশক্তিমান আল্লাহর জন্যই এই অসাধ্যসাধন হয়েছে। তবে আমার পাশে থাকার জন্য স্পনসরদের আলাদা করে ধন্যবাদ জানাতে চাই। '

অভীক সংবাদমাধ্যমে বলেন, 'গত বছরের আগে আমি এই টুর্নামেন্টের মাত্র তিন রাউন্ডেই খেলেছিলাম। তবে এবছরের চ্যাম্পিয়নশিপে আমি প্রত্যেকটা রাউন্ডে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। এখানে আসার আগে আমি খুব ভালো করেই প্রস্তুতি গ্রহণ করেছিলাম। প্রথম রাউন্ড জয়ের পরেই আমার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছিল। আশা ছিল, পরের রাউন্ডেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করতে পারব। '

চলতি বছর এই প্রতিযোগিতায় বিশ্বের অনেকগুলো দেশই অংশগ্রহণ করেছিল। তার মধ্যে রয়েছে স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, বেলজিয়াম, মেক্সিকো, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ভারত, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ব্রিটেন এবং ফ্রান্স।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।