ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১৬ বছরের কিশোরের কাছে হারলেন বিশ্বসেরা দাবাড়ু কার্লসেন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
১৬ বছরের কিশোরের কাছে হারলেন বিশ্বসেরা দাবাড়ু কার্লসেন!

বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনেস কার্লসেনকে হারিয়ে বাজিমাত করেছে ১৬ বছর বয়সী এক কিশোর। এয়ারথিংস মাস্টার্স নামক একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় বড়সড় অঘটনের জন্ম দিয়েছে আর প্রজ্ঞানন্দ।

নরওয়ের দাবাড়ু কার্লসেন টানা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ দাবা চ্যাম্পিয়নশিপেও সেরার মুকুট ঘরে তুলেছিলেন। কিন্তু এবার অনলাইন টুর্নামেন্টে হেরেছেন ১৬ বছর বয়সী আর প্রজ্ঞানন্দের কাছে। ৩৯তম চালেই ওই কিশোর হারিয়ে দেয় কার্লসেনকে। তার আগে টানা তিনটি ম্যাচে জিতেছিলেন কার্লসেন। এ অনলাইন টুর্নামেন্টে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে কার্লসেনের কাছে হারা ইয়ান নেপোমনিয়াচি শীর্ষ স্থানে রয়েছেন।  

২০১৬ সালে মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হয় প্রজ্ঞানন্দ। মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে চমকে দিয়েছিল এ ভারতীয় দাবাড়ু।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।