ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রস্তুতি শুরু বাংলাদেশ হকি দলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ১৯, ২০২২
ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রস্তুতি শুরু বাংলাদেশ হকি দলের

এশিয়া কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচটিতে ২-১ ব্যবধানে জয়লাভ করে গোবিনাথান ইমানের দল।

একটি করে গোল পান খোরশেদুর রহমান ও রকিবুল ইসলাম।

আগামী শনিবার (২১ মে) ভারতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৩ মে শুরু হবে টুর্নামেন্টটির আসর। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। পরের দিন ওমানের মুখোমুখি হবে তারা। গ্রুপের শেষ ম্যাচ খেলবে ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে।  

দুই গ্রুপের তৃতীয় ও চতুর্থ হওয়া দুই দল পঞ্চম-সপ্তম স্থানের জন্য লড়বে। দুই গ্রুপের দুই শীর্ষ দল নিজেদের মধ্যে খেলে শিরোপার জন্য লড়বে। এর আগে এশিয়ান গেমস বাছাইয়ে ওমানের কাছে হেরে রানার্স-আপ হয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ১৯, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।