ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

খেলা

নক আউটে রোমান-দিয়ার হার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মে ২০, ২০২২
নক আউটে রোমান-দিয়ার হার ফাইল ফটো।

কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ, স্টেজ-২’ এর ৪র্থ দিনে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলায় বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী ৫-৩ সেটে তুস্ককে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হয়। প্রি কোয়ার্টারে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ।

অন্যদিকে রিকার্ভ পুরুষ এবং নারী এককে হেরে গেছেন রোমান সানা এবং দিয়া সিদ্দীকি।

রিকার্ভ মহিলা একক ইভেন্টে এলিমিনেশন (নক-আউট) রাউন্ডে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৫-৬ সেটে স্পেনের ‘ক্যানালেস এলিয়া’র নিকট পরাজিত হন। স্পেনের এই আর্চারের বিপক্ষে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন দিয়া। এছাড়া রিকার্ভ পুরুষ একক ইভেন্টে এলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলায় বাংলাদেশের মো: রোমান সানা ৪-৬ সেটে ভারতের ‘তরুনদীপ রাই’ এর নিকট পরাজিত হন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ২০ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।